টুইটারের বর্তমান কর্মীসংখ্যা ২৩০০ : মাস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের বর্তমান কর্মীসংখ্যা প্রায় ২৩০০। শনিবার এক টুইটে এই তথ্য জানিয়েছেন ইলন মাস্ক। খবর রয়টার্স।
গত শুক্রবার সিএনবিসির এক খবরে বলা হয়, বর্তমানে টুইটারের মোট কর্মীসংখ্যা ১৩০০-তে নেমে এসেছে। এর মধ্যে প্রায় ৫৫০ জন পূর্ণকালীন প্রকৌশলী।
ঐ খবরে আরও বলা হয়, ১৩০০ কর্মীর মধ্যে অন্তত ৭৫ জন ছুটিতে আছে, যাদের মধ্যে ৪০ জন প্রকৌশলী রয়েছেন।
সিএনবিসির এই খবর মিথ্যা বলে দাবি করেছেন ইলন মাস্ক। তিনি জানান, বর্তমানে টুইটারে প্রায় ২৩০০ সক্রিয় কর্মী রয়েছে। এখনও হাজারের মতো কর্মী রয়েছে যারা আস্থা ও নিরাপত্তা নিয়ে কাজ করছেন। এছাড়া কয়েক হাজার কনট্রাক্টরও রয়েছে টুইটারের।
ডিবিটেক/বিএমটি







